পাকিস্তানের মিয়ানওয়ালি শহরে বিমানবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা করেছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। তাদের এ আক্রমণ নস্যাৎ করে দিয়েছে পাকিস্তানি সেনা। শনিবার (০৪ নভেম্বর) সকালের হামলা মোকাবিলার সময় নয়জন যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সময় মতো দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। কর্মীদের ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা গেছে। সামরিক বাহিনী আরও বলেছে, এ সময় তিনটি বিমান এবং একটি জ্বালানি ট্যাংক ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। এ বছর দেশের বিভিন্ন জায়গায় একের পর এক হামলা করেছে এই গোষ্ঠীটি।
এ হামলা সফলভাবে মোকাবিলার জন্য বিমানবাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক খান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার বলেন, যারা নিরাপত্তা ক্ষুণ্ন করার চেষ্টা করবে, তাদেরকে কঠোর হাতে প্রতিরোধ করতে হবে।
প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি সামরিক গাড়িবহরে হামলা করা হয়েছিল। সেই অতর্কিত হামলায় ১৪ সেনা নিহত হয়েছেন। এছাড়া পুলিশ বহনকারী একটি গাড়িতেও বোমা হামলা করা হয়েছিল। সেই ঘটনায় তিনজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।