ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে স্পেন

ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান নিয়েছে স্পেন। একই সঙ্গে দেশটি খুব অল্প সময়ের মধ্যে ইসরায়েল-হামাস সংঘাতের মানবিক বিরতি চায় বলে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্প্যানিশ রেডিও স্টেশন আরএনইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি জনগণের পক্ষ নিয়ে আলবারেস স্পষ্ট করে বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। দ্রুত গাজা আগ্রাসনের মানবিক বিরতি দিতে হবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সর্বোত্তম নিশ্চয়তা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর বৃহস্পতিবার ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিন সফরে করবেন বলে আশা করা হচ্ছে।

৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতের আজ ৪৮তম দিন। ফিলিস্তিন কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত ১৪ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।