ইসরায়েলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি নিহত

nonameঅধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতি এলাকায় ‘অনুপ্রবেশের’ অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার এ ঘটনায় আরও এক সেটেলার আহত হয়েছেন। কাতারভিত্তিক আল-জাজিরার এক খবরে এ কথা বলা হয়েছে।
ফিলিস্তিনের এক সংস্থার মতে নিহত দুই যুবকের বয়স ১৭ বছর। তাদের নাম লাবিব আজম ও মুহাম্মদ জাগলাওয়ান। উভয়েই কায়রতের নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, ‘দুই ঘাতক দক্ষিণ নাবলুসের ইলি কমিউনিটিতে অনুপ্রবেশ করে। তারা এক ব্যক্তির  বাড়ির বাইরে হামলা চালায়। এ সময় ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এ দুই হামলাকারীকে গুলি করে। এতে তারা ঘটনাস্থলেই নিহত হয়।
ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানান, সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে এক সেটেলার তাদের থামানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে পশ্চিম তীরের কালানদিয়া শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান ২২ বছর বয়সী ইয়াদ ওমর সাজাদিয়া। ওই সময় আরও অন্তত ১০ জন আহত হন।
তবে ইসরায়েলি পুলিশের মুখপাত্রের দাবি, শরণার্থী শিবিরে ভুল করে সেনাবাহিনীর একটি জিপ ঢুকে পড়ার পরই সংঘর্ষের সূত্রপাত হয়।    

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিন ভূখণ্ডে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত  সহিংসতায় ১৮০ ফিলিস্তিনি ও ২৮ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা।

/এএ/