সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় নিহত ১০

সিরিয়ার দক্ষিণাঞ্চলে জর্ডানের সন্দেহভাজন বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ও একটি নজরদারি সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এই হামলা হয়। জর্ডানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জর্ডানের সেনাবাহিনী গত কয়েক সপ্তাহ ধরে মাদকপাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গত সপ্তাহে কথিত ইরানপন্থি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষের পর এই পদক্ষেপ নিচ্ছে জর্ডান।

সিরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যম বলেছে, জর্ডানের বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় সুওয়ায়দা প্রদেশের আরমান শহরের দুটি বাড়িতে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরেক সংবাদমাধ্যম বলেছে, একই সময়ে জর্ডান সীমান্তের কাছে আরেকটি আবাসিক এলাকাতেও বিমান হামলা হয়েছে। হামলায় ১০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, পাঁচ নারী ও তিন পুরুষ রয়েছেন। তবে এতে জর্ডান হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়নি।

সিরিয়ায় সংঘাতের ওপর নজর রাখা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সুওয়ায়দাতে জর্ডানের বিমান হামলায় দুই শিশুসহ ৯জন নিহত হয়েছেন।

জর্ডান ও দেশটির পশ্চিমা মিত্ররা মাদকপাচার বৃদ্ধির জন্য লেবাননভিত্তিক হিজবুল্লাহসহ ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে এসব গোষ্ঠী। ইরান ও হিজবুল্লাহ এমন অভিযোগ অস্বীকার করেছে।