লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ হিজবুল্লাহ যোদ্ধা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর দুই যোদ্ধা নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্র মতে, রবিবার এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিহত যোদ্ধাদের পদবী কী তা জানা যায়নি। তবে হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, নিহতরা নেতৃস্থানীয় কেউ নন।

এটি ছিল হিজবুল্লাহ যোদ্ধাদের নিশানা করে ইসরায়েলের সর্বশেষ হামলা। যদিও ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে তার মন্তব্য করে না।

এর আগে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, একটি ড্রোন হামলা দুজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভেতরে কাফরা নামের গ্রামে এই হামলা হয়।

গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে নিয়মিত রকেট ও গোলাবর্ষণ করে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলও লেবাননের ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়ে আসছে। চলমান এই সংঘাতে লেবাননে প্রায় ১৪০ হিজবুল্লাহ যোদ্ধা ও অন্তত ২৫ বেসামরিক নিহত হয়েছেন। আর ইসরায়েলে নিহত হয়েছেন ৯ সেনা ও এক বেসামরিক।