গাজায় গণহত্যা: আইসিজে’র সিদ্ধান্তকে সামনে রেখে রাইসি-রামাফোসার ফোনালাপ

আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) গাজায় ইসরায়েলি গণহত্যা বিষয়ক মামলা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওইদিন রাতে কলে কথা বলার সময় ইসরায়েলকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য রামাফোসার প্রচেষ্টার প্রশংসা করেছেন রাইসি। ইরানি রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই জানিয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে আইসিজে। গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়ে জরুরি ব্যবস্থা জারি করতে পারে এই আদালত।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসময় দক্ষিণ আফ্রিকার সংগ্রামের কথা উল্লেখ করে রাইসি বলেছেন, ‘বছরের পর বছর ধরে বর্ণবাদ এবং গণহত্যার তিক্ততা ভোগ করা একটি দেশের নেওয়া এমন পদক্ষেপ শুধু ইসলামি বিশ্বেই নয়, বরং বিশ্বের সব স্বাধীন ও স্বাধীনতাকামী জাতির কাছে প্রশংসিত।’

আইসিজেকে ইঙ্গিত করে রাইসি আরও বলেন, ‘বিশ্বের সব সম্প্রদায় এবং জাতির আশা, এই আদালত ন্যায় ও সঠিক বিচার করবে এবং অপরাধমূলক ইহুদিবাদী শাসনের নিন্দা জানিয়ে একটি রায় দেবে।’

সংবাদমাধ্যমটি আরও বলা হয়, রামাফোসা বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল করা গণহত্যা এবং অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার যে তীব্র ইচ্ছা তার কাছে আইসিজে মামলা নিয়ে মার্কিন ও পশ্চিমাদের বিরোধিতা ‘অকেজো’ হয়ে পড়বে।