লোহিত সাগরে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করলো ব্রিটিশ যুদ্ধজাহাজ

লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে করা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। ব্রিটেনের কর্মকর্তারা রবিবার বলেছেন, শনিবার এইচএমএস ডায়মন্ড নামের যুদ্ধজাহাজ এই ড্রোনটি প্রতিহত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সি ভাইপার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে এইচএমএস ডায়মন্ড একটি ড্রোন ধ্বংস করেছে। এতে যুদ্ধজাহাজের কোনও ক্ষয়ক্ষতি বা কোনও ক্রু আহত হননি।

এতে আরও বলা হয়েছে, লোহিত সাগরে এসব অবৈধ আক্রমণ একেবারে অগ্রহণযোগ্য এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করা আমাদের কর্তব্য।

ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক নৌযান লক্ষ করে হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে এসব হামলা করছে তারা। শুক্রবার একটি তেলবাহী ট্যাংকারে হামলায় আগুন ধরে যায়।

হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সাবমেরিন কয়েক দফা পাল্টা হামলা চালিয়েছে।