গাজা ইস্যুতে আরও আলোচনা চায় ইসরায়েল

কাতারে গাজা যুদ্ধবিরতির ইস্যুতে আরও আলোচনার প্রত্যাশা করেছেন ইসরায়েলি প্রতিনিধিরা। যুদ্ধবিরতির সঙ্গে ইসরায়েলি জিম্মির বিষয়েও আলোচনা করতে চান তারা। রবিবার (২৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফিরে এসে আরও আলোচনার কথা জানিয়েছে ইসরায়েলি দলটি। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি শনিবার রাতে এক  টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে প্যারিসে যুক্তরাষ্ট্র, মিসর, ইসরায়েল ও কাতারের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে কোনও ইতিবাচক ফল আসেনি। সেই আলোচনায় ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানরা উপস্থিত ছিলেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করেছেন আলোচকরা। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কাতারে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েল।

আল জাজিরার প্রতিবেদক উইলেম মার্কস বলেন, গাজা থেকে প্রতিদিন একজন বন্দিকে মুক্তি দিলে ছয় সপ্তাহ পর্যন্ত যুদ্ধবিরতি হতে পারে। এদের মধ্যে থাকবেন, নারী, নারী সেনা ও বয়স্ক পুরুষ।

কিন্তু এ বিষয়ে হামাস কোনও মন্তব্য করেনি।