লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ হিজবুল্লাহ সদস্য

দক্ষিণ লেবাননে ড্রোন হামলা করেছে ইসরায়েল বাহিনী। শনিবার (২ মার্চ) পৃথক পৃথক হামলায় সাত জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম । যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, লেবাননের দক্ষিণ উপকূলের নাকোরা এলাকায় একটি গাড়িতে হামলা করা হয়েছে। সেখানে তিন জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, দক্ষিণ লেবাননের রামিয়া শহরের একটি বাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় বাকী চার জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।

লেবাননে হামলার দায় স্বীকার করে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননের একটি গাড়িতে হামলা করা হয়েছে। ওই গাড়িতে সন্ত্রাসী ছিল।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে পর থেকেই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে। তাদের সংঘর্ষে এখন পর্যন্ত ২০০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। লেবাননের সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন ৩৭ জন।

অপরদিকে, ৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আর ৯ জন ইসরায়েলি বেসামরিক মানুষ মারা গেছেন।

হিজবুল্লাহ বলছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না। এ দিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল বাহিনী।