ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর

ইসরাইলের কিরিয়াত শোমোনা শহরে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (২৭ মার্চ) ভোরের দিকে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলীয় হাব্বারিয়াহ গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত আট জন নিহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনীকে জবাব দিতেই প্রতিশোধমূলক এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ।

লেবাননের নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি বিমান হামলায় সীমান্তবর্তী গ্রাম তাইর হারফায় পাঁচ জন এবং সীমান্ত শহর নাকুরার একটি রেস্তোরাঁয় কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। শিয়া মুসলিম সম্প্রদায়ের জরুরি ত্রাণকেন্দ্র লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।

ইসরায়েলি বাহিনী আর হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় বহু সদস্যের প্রাণ গেছে। এসব হামলার ফলে উভয় সীমান্তের লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।