বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির

তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। মঙ্গলবার (২ এপ্রিল) নতুন রাজধানীতে তার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। নতুন রাজধানীটি সিসির শাসনামলের প্রতীক হিসেবে পরিণত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নতুন পার্লামেন্ট ভবনে দেওয়া ভাষণে সিসি সাম্প্রতিক বছরগুলোতে মিসরের বিভিন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরে উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

আইনপ্রণেতা, ধর্মীয়, সরকারি ও সামরিক কর্মকর্তাদের তিনি বলেছেন, দেশে সন্ত্রাসী হামলার চেষ্টা, আকস্মিক বৈশ্বিক সংকট, সীমান্তের ওপারে ভয়াবহ যুদ্ধের অতীতের বছরগুলো দেখিয়ে দিয়েছে দেশ গঠনের পথ গোলাপ বিছানো নয়।

গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে সিসি নির্বাচিত হয়েছিলেন। তাকে প্রকৃত অর্থে চ্যালেঞ্জ জানানোর মতো কোনও প্রার্থী ছিলেন না।

ভাষণে সিসি দরিদ্রদের লক্ষ্য করে কর্মসূচিতে ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন।

সাবেক জেনারেল সিসি ২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতায় আসেন। ২০১৪ সালে তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০১৮ সালেও পুনর্নির্বাচিত হন। উভয় নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়েছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের অভিযোগ রয়েছে।

২০১৯ সালে সংবিধান সংশোধন করা হয়। এই সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের শাসনকাল চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে, যা তৃতীয় মেয়াদে সিসিকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেয়।