লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হুথিদের ড্রোন হামলা

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা করেছে হুথিরা। বুধবার (১০ এপ্রিল) ১১টি হুথি ড্রোন হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরে ১১টি ড্রোন হামলা করেছে হুথিরা।

সেন্টকম বলেছে, হামলা করা প্রথম তিনটি ড্রোন ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। দুটি এডেন উপসাগরে এবং একটি লোহিত সাগরের উপর দিয়ে হামলা করা হয়েছে।

এদিকে, সেদিন সন্ধ্যার পর সেন্টকম জানিয়েছে, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা আটটি ড্রোন ধ্বংস করা দাবি করেছে মার্কিন বাহিনী।

সংস্থাটি আরও জানিয়েছে, ইউএভিএস মানবহীন আকাশযান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, জোট ও বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটি হুমকি। সেন্টকম বলেছে, জলপথে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করছে তারা।