গাজায় যুদ্ধবিরতির প্রধান দাবিতে অটল হামাস

গাজায় ইসরায়েলি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামপন্থি দল হামাস। শনিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে দলটি জানিয়েছে, হামাস তার দাবিতে অটল রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ ও সমগ্র উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। এটি তার জনগণের জাতীয় দাবি বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিও করছে তারা।

গত সোমবার ইসরায়েলের পাঠানো প্রস্তাবের প্রতিক্রিয়া মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে হামাস। জানিয়েছে, তারা বন্দি বিনিময়ের মাধ্যমে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে তার আগে ইসরায়েলকে হামাসের দাবি মেনে নিতে হবে।

হামাসের প্রতিক্রিয়া সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে আগেই ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না তারা।

ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়াহের পরিবারের কয়েক সদস্য নিহত হওয়ার কয়েকদিন পর হাসামের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হলো। পরিবারের সদস্যদের হারানোর পরদিন হানিয়াহ জানিয়েছিল, তার দল এখনও একটা কার্যকর যুদ্ধবিরতি চায়। তবে ইসরায়েল অনেক দেরি করে ফেলেছে এবং হামাসের দাবিগুলো বারবার এড়িয়ে গেছে।

যুদ্ধ সপ্তম মাসে প্রবেশ করেছে। সেই সাথে গাজায় যুদ্ধবিরতির বিশ্বব্যাপী আহ্বান বেড়েছে। তবে আলোচনায় অগ্রগতি হয়নি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৩৩ হাজার ৬৮৬ ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৭৬ হাজার ৩০৯ জন। আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি।