ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের হামলা নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ইরানি হামলার ঘটনায় প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার বৈঠক আয়োজনের কথা নিশ্চিত করলেও সুনির্দিষ্ট সময় জানাননি।

শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলার পর ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার তৃতীয় বৈঠক হবে এটি। মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে, এমনকি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধে যেকোনও পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর, বিস্তৃত ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

এর আগে সোমবার ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি বলেছিলেন, ইরানের হামলার পাল্টা পদক্ষেপ নিশ্চিতভাবে নেওয়া হবে।