গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত

অবরুদ্ধ গাজা উপত্যকার গণকবর থেকে উদ্ধার করা মরদেহের ৮৫ শতাংশই অজ্ঞাত। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জানিয়েছেন খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইয়েমেন আবু সোলায়মান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইয়েমেন আবু সোলায়মান জানিয়েছেন, গাজার গণকবর থেকে ৩৯২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই মরদেহে মধ্যে মাত্র ৬৫টির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

আবু সোলায়মান বলেন, বাকি মৃতদেহগুলো বিকৃত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যায়নি। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কিছু ভুক্তভোগী নির্যাতনের শিকার হয়েছিল বলে মনে হচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে আবু সোলায়মান বলেন, মানবিক সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে এই অপরাধ পরীক্ষা করার জন্য গাজায় যেতে দেওয়া হোক।