লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির একটি সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের দক্ষিণ সীমান্তে রকেট হামলা চালিয়েছিলো তারা। শুক্রবার (২৬ এপ্রিল) একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পৃথক একটি বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী ‘লেবাননের মেইদাউন এলাকায় মোসাব খালাফকে হত্যা করেছে।’ তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী জামা’আ ইসলামিয়া গ্রুপের সদস্য ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছিলেন।

জামা’আ ইসলামিয়া বলেছে, হামলায় তাদের দুই ফিল্ড কমান্ডার খালাফ এবং তার আত্মীয় নিহত হয়েছেন।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, খালাফ জামা’আ ইসলামিয়া গ্রুপের সশস্ত্র শাখা ফজর বাহিনীর একজন স্থানীয় কর্মকর্তা ছিলেন। এর আগেও ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছিল গোষ্ঠীটি।