ইয়েমেনের কাছে বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ: যুক্তরাজ্য

ইয়েমেনের কাছাকাছি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর শহর এডেন থেকে ১২৬ নটিক্যাল মাইল পূর্বে এই বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (২১ জুন) গভীর রাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জাহাজটির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইউকেএমটিও। তবে ‘ক্রুরা নিরাপদ রয়েছেন এবং জাহাজটি পরবর্তী বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে’ বলে জানিয়েছে তারা। 

গাজার ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে একাত্মতা জানিয়ে নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি জলপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা।

এখন পর্যন্ত করা ৭০টিরও বেশি হামলায় হুথিরা দুটি জাহাজ ডুবিয়েছে ও অপর একটি দখল করেছে। এছাড়া অন্তত তিন নাবিককে হত্যা করেছে তারা।