লেবাননে ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ৫  

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ অন্তত ৫ সিরীয় নিহত হয়েছেন লেবাননের মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) দুটি পৃথক স্থানে এই ঘটনা ঘটেছে এর নিন্দা জানিয়েছে ইউনিসেফ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে

লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার গোলাগুলি অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর থেকে সীমান্তে গুলি বিনিময় করে আসছে হিজবুল্লাহ।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) মঙ্গলবার বলেছে, ‘উম তুত গ্রামের কৃষিজমি লক্ষ্যবস্তু করে’ ইসরায়েলের করা বিমান হামলায় ৩ শিশু নিহত হয়েছে। অপর ২ জন কেফার টেবনিট সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন।

জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে সংস্থাটি বলেছে, ‘দক্ষিণ লেবাননে আজকে একটি বিমান হামলায় বাড়ির সামনে খেলার সময় আরও ৩ শিশু নিহত হওয়ার ঘটনাটি ভয়াবহ।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘যতদিন সহিংসতা চলতে থাকবে ততদিন আরও শিশু ঝুঁকিতে থাকবে।’

লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার নিহত অপর দুই সিরীয় ‘বেসামরিক’ ছিলেন। তারা ওই এলাকায় কাজ করতেন। হামলার সময় সেখানে সাঁতার কাটছিলেন।