বাংলাদেশি নারীকে হত্যায় সৌদি আরবে ১ পাকিস্তানির শিরশ্ছেদ

সৌদি আরবে এক বাংলাদেশি নারীকে হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় এক পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। রবিবার এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শিরশ্ছেদের প্রতীকী ছবি

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইলিয়াস ইসমাইল  নামক পাকিস্তানি নাগরিক ডাকাতির সময় বাংলাদেশি এক নারীকে কুপিয়ে হত্যা করেন। জেদ্দার রেড সি সিটিতে এ ঘটনা ঘটে। এ মামলায় দেশটির অপরাধ আদালতে ইসমাইল দোষী সাব্যস্ত হয়েছেন। পরে রায়ের বিরুদ্ধে করা আপিলেও মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত।
নিহত বাংলাদেশি নারীর নাম হাজের বিনতে মোহাম্মদ হোসাইন।

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরশ্ছেদের মাধ্যমে। চলতি বছরে এ পর্যন্ত ৭৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে সৌদি আরবে। সূত্র: ট্রিবিউন এক্সপ্রেস।

/এএ/