ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই অস্ট্রেলীয় নিহতের দাবি আল কায়েদার

আল কায়েদা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) দাবি করেছে, ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় অস্ট্রেলিয়ার দুই নাগরিক নিহত হয়েছেন। এ দাবির সপক্ষে সংগঠনটি ২০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে এ কথা বলা হয়েছে।

আল কায়েদার দাবি অনুসারে নিহত অস্ট্রেলিয়ার নাগরিক হলেন আবু সালমা আল অস্ট্রেইল ও আবু সুহাইব আল অস্ট্রেইল।

আরও পড়ুন: সৌদি-ইরান দ্বন্দ্বে তেল উৎপাদন কমানো নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অপর দুই ব্যক্তি স্বীকার করছেন তারা মার্কিন কর্তৃপক্ষকে ড্রোন হামলার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। ২০১৫ সালের জানুয়ারিতে ওই ড্রোন হামলায় একিউএপির এক শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন জঙ্গি নিহত হন।

মধ্যপ্রাচ্যের আরও খবর: গুয়ানতানামো কারাগারের ৯ ইয়েমেনি বন্দিকে সৌদি আরবে স্থানান্তর

আবু সালমা আল অস্ট্রেইল টাউনসভিলের ক্রিস্টোফার হার্ভাড এবং আবু সুহাইব আল অস্ট্রেইল ড্যারিল জোনস বলে জানা গেছে। তারা উভয়েই অস্ট্রেলিয়ার নাগরিক। ধারণা করা হয়, ২০১৩ সালের ১৯ নভেম্বর ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশে হাদ্রামাউতে ড্রোন হামলায় নিহত হয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সময় নিহত দুই ব্যক্তির জাতীয়তা নিশ্চিত করে। কিন্তু এখন পর্যন্ত তাদের ছবি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সম্পদ বিক্রি করে দেওয়ার হুমকি সৌদি আরবের

মার্কিন সংবাদমাধ্যম এবিসির প্রকাশিত তথ্য জানা গেছে, নিহত এই দুই অস্ট্রেলীয় ইউরোপীয়ান নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত ছিলেন। ইয়েমেনে বিতর্কিত মার্কিন বিমান হামলায় প্রথম অস্ট্রেলীয় নাগরিক নিহত হওয়ার ঘটনা এটি।

২০১৫ সাল থেকে একিউএপি ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশের আল-মুক্কালাহসহ একাধিক শহর দখল করে। দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধের সৃষ্ট অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে এ দখল করে আল কায়েদা। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/