করোনার ভ্যাকসিন নিয়ে যা বললেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ ড. মাইক রায়ান বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে ভালো অগ্রগতি হয়েছে তবে ২০২১ সালের প্রথমার্ধের আগে প্রত্যাশা করবেন না। যুক্তরাজ্য, চীন ও যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপের দিকে এগিয়ে যাওয়ার সময় বুধবার ড. রায়ান মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

62fd2a2cdf534abd919e3b19313353dc_18

ডব্লিউএইচও’র এমার্জেন্সিস কর্মসূচির প্রধান মাইক রায়ান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য ভ্যাকসিনের ন্যায্য বিতরণ নিশ্চিত করার জন্য কাজ করছে। কিন্তু ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মূল কাজ হলো ভাইরাসের সংক্রমণ ঠেকানো।

বেশ কয়েকটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে উল্লেখ করে ড. রায়ান বলেন, আমাদের অগ্রগতি খুব ভালো। বাস্তবতা অনুসারে মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগ করতে আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক কোম্পানির সম্ভাব্য ভ্যাকসিনের ১০ কোটি ডোজ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরকার ১৯৫ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ছয় লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।