জেফ বেজোসকে মহাকাশেই রেখে দিতে চান হাজারো মানুষ

ধনকুবের জেফ বেজোস ও তার ভাই মার্ক বেজোসের মহাকাশ যাত্রার সবকিছুই ঠিকঠাক। এই খবর আলোচনার বিষয় হয়ে উঠলেও সম্প্রতি তা পিছে পড়ে যাচ্ছে। অনেকেই চাইছেন মহাকাশ থেকে আর যেন না ফেরেন এই ধনকুবের।

চেঞ্জ ডট অর্গ নামের একটি অনলাইন প্লাটফর্মে ৩০ হাজারেরও বেশি মানুষ একটি আবেদনে স্বাক্ষর করেছেন, যাতে বলা হয়েছে জেফ বেজোস যেন মহাকাশেই থাকেন, পৃথিবীতে ফিরে না আসেন। ‘জেফ বেজোসকে পৃথিবীতে ফিরতে দেবেন না’ নামে চলছে এই অনলাইন পিটিশন।

নিক জি নামের এক ব্যবহারকারী প্রথম এই পিটিশন চালু করেন। এতে বলা হয়েছে, ‘ধনকুবেরদের থাকা উচিত না... না পৃথিবীতে, না মহাকাশে কিন্তু তারা যদি পরেরটি বেছে নেয় তাহলে তাদের থাকতে দেওয়া উচিত।’

ধনকুবের জেফ বেজোস মহাকাশ যাত্রার ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যে অনলাইনে সাড়া ফেলেছে এই ধরনের একাধিক পিটিশন। কেবল চেঞ্জ ডট অর্গের পিটিশনটিতেই এখন পর্যন্ত স্বাক্ষর করেছে ৩৮ হাজারের বেশি মানুষ। আয়োজকদের লক্ষ্য এই সংখ্যা ৫০ হাজারের উন্নিত করা। তারা বলছেন এই লক্ষ্য অর্জিত হবেই।

কেবল পিটিশনে স্বাক্ষরই নয়। সেখানে করা মন্তব্যগুলোও হতবাক করার মতো। এক ব্যবহারকারী লিখেছেন, ‘নিজের গ্রহকে বিদায় বলুন, টাক বালক।’ আরেকজন লিখেছেন, ‘তাকে সূর্যে পাঠিয়ে দাও।’

উল্লেখ্য, অ্যামাজন প্রতিষ্ঠার পাশাপাশি জেফ বেজোস ‘ব্লু অরিজিন’ নামক একটি প্রতিষ্ঠানও বানিয়েছেন। মহাকাশ যাত্রার আয়োজন করে থাকে এটি। তাদের বানানোর মানুষ বহনকারী প্রথম রকেট ‘নিউ শেফার্ড’ এ চড়ে মহাকাশ যাত্রার ঘোষণা দিয়েছেন জেফ বেজোস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া