প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল যেসব শহর

বিদেশি শ্রমিকদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হলো তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত। এই বছরের মার্সার কস্ট অব লিভিং জরিপে উঠে এসেছে এই তথ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরকে ভিত্তি ধরে আবাসন, পরিবহন, খাবার এবং বিনোদন ব্যয় বিবেচনায় নিয়ে ২০৯টি শহরের এই বার্ষিক তালিকা প্রকাশ করা হয়েছে।

গত বছরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলো তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত। দেশটির আর্থিক সংকটের কারণে সৃষ্ট খাদ্য সংকট ও মূল্যস্ফিতির কারণে শহরটি সবচেয়ে ব্যয়বহুল তালিকার শীর্ষে চলে এসেছে বলে জানিয়েছে জরিপকারী সংস্থা মার্সার।

তবে গত বছরের তালিকা থেকে সবচেয়ে বেশি ব্যয়বহুল হওয়ার দৌড়ে এগিয়ে গেছে লেবাননের রাজধানী বৈরুত। গত বছর ৪৫তম অবস্থানে থাকলেও এবারের তালিকায় শহরটির অবস্থান তৃতীয় স্থানে। এই অবস্থার জন্য মার্সার লেবাননের আর্থিক মন্দা এবং গত বছরের আগস্টে বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনাকে দায়ী করেছেন।

এদিকে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর বেড়েছে প্রায় ১১ শতাংশ। সেই কারণে মার্কিন শহরগুলোর তুলনায় ইউরোপীয় শহরগুলো বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে শীর্ষ দশের তালিকা থেকে সরে গেছে নিউ ইয়র্ক।

তালিকার শীর্ষ দশটি শহর হলো

১. আশগাবাত (তুর্কমেনিস্তান)

২. হংকং (চীন)

৩. বৈরুত (লেবানন)

৪. টোকিও (জাপান)

৫. জুরিখ (সুইজারল্যান্ড)

৬. সাংহাই (চীন)

৭. সিঙ্গাপুর

৮. জেনেভা (সুইজারল্যান্ড)

৯. বেইজিং (চীন)

১০. বার্ন (সুইজারল্যান্ড)

সূত্র: সিএনএন