জাতিসংঘ মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক জাতিসংঘের মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

হেলেন ক্লার্ক জানান, তিনি নির্বাচিত হলে জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিলকে স্থায়ী সদস্যপদ দিয়ে নিরাপত্তা পরিষদ সংস্কার করতে চান। এ ছাড়াও একুশ শতকের বাস্তবতায় দুটি আফ্রিকান রাষ্ট্রকেও স্থায়ী সদস্যপদ দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

হেলেন ক্লার্ক বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মনে করেন ডিসেম্বরে বান কি-মুন দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তা গ্রহণ করার মতো যথেষ্ট বাস্তব অভিজ্ঞতা তার হয়েছে।

হেলেন বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল ১৯৪৫ সালের ভৌগলিক ও রাজনৈতিক বাস্তবতায়। একুশ শতকে এসে তার পরিবর্তন বাঞ্ছনীয়। 

জাতিসংঘের মহাসচিব পদের জন্য হেলেন ছাড়াও আরও তিন নারী ও চার পুরুষ প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সূত্র: বিবিসি।

/ইউআর/এএ/এমপি/