রুশ নাগরিকরা ব্যালটেই নির্বাচন করবেন পরবর্তী প্রেসিডেন্ট: পুতিন

ভ্লাদিমির পুতিনরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার জনগণই ভোটের মাধ্যমে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবেন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে এক বৈঠকে পুতিন এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিন বলেন, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই রুশ নাগরিকরাই নির্বাচন করবেন। অন্য কেউ নয়।

সোভিয়েত ইউনিয়ন যুগে আফগানিস্তানে থাকা সাবেক এক সেনা কর্মকর্তার এক প্রশ্নের জবাবে পুতিন এ কথা বলেন। ওই সাবেক সেনা কর্মকর্তা জানান, গুরুত্বপূর্ণ এক রুশ সিনেটর সবাইকে বলছেন যে, সংসদের নিম্নকক্ষ ডুমার স্পিকার ভয়াচেসলব ভোলোডিন শিগগিরই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

ভোলোডিন রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের প্রশাসনিক বিভাগের সাবেক প্রধান। স্পিকার হিসেবে বেশ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

আগামী বছর মার্চ মাসে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পুতিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি।

রুশ বিশেষজ্ঞরা মনে করেন, গত ১৭ বছর ধরে রাশিয়ার রাজনীতিকে নেতৃত্ব দেওয়া পুতিন শেষ বারের মতো প্রেসিডেন্ট হতে পারেন। এরপর ২০২৪ সালে পরবর্তী প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। সূত্র: রয়টার্স।

/এএ/