সিরিয়ায় যুদ্ধরত রুশ জেনারেল নিহত

সিরিয়ায় যুদ্ধরত রাশিয়ার এক জেনারেল নিহত হয়েছেন। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিহত জেনারেল

নিহত লেফটেন্যান্ট জেনারেল ভ্যালেরি আসাপভ সিরীয় শহর দেইর এজ-জোর এলাকায় অভিযানে সিরিয়ার সেনাদের সহযোগিতা করছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইসলামিক স্টেট (আইএস)-র মর্টার নিক্ষেপের ফলে আসাপভের মৃত্যু হয়েছে।

তবে রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কপটতাপূর্ণ নীতির কারণেই রুশ জেনারেলকে জীবন দিয়ে মূল্য দিতে হয়েছে। সূত্র: এপি।