রাশিয়ায় সরাসরি আলোচনায় বসছে না দক্ষিণ ও উত্তর কোরিয়া

রাশিয়ায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাজনীতিকরা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় বসছেন না। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রবিবার রুশ সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

northkorea-politics_1

রাশিয়ার সংসদের উচ্চকক্ষ সিনেটের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েংকোর সঙ্গে সোমবার আলাদা বৈঠকে বসার কথা ছিল উত্তর কোরীয় সংসদের উপপ্রধান ও দক্ষিণ কোরীয় সংসদ প্রধানের।  সংসদীয় নেতাদের সম্মেলন চলাকালে এই বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু রবিবার রাশিয়ার সংসদের নিম্নকক্ষের ডেপুটি স্পিকার পিওতর তলস্তই রুশ সংবাদ সংস্থা আরআইএ-কে জানান, উত্তর কোরীয় প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সরাসরি কোনও আলোচনা হবে না।

এর আগে শনিবার আরকে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছিল, দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার চলমান উত্তেজনা নিরসনের জনের সম্মেলনের ওই সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া সরাসরি আলোচনায় বসার আহ্বান জানাবে।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে গত কয়েক মাস ধরেই উত্তেজনা বিরাজ করছে। সূত্র: রয়টার্স।