কৃষ্ণ সাগরে মার্কিন বিমান শনাক্ত করেছে রাশিয়া

কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক জলসীমায় রুশ সীমান্তের দিকে এগিয়ে আসা একটি মার্কিন বিমান শনাক্ত করেছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

thumbs_b_c_6d81921b16b6504232ea459f7519353b

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, দক্ষিণাঞ্চল সামরিক জেলার প্রেস অফিস জানিয়েছে শনিবার মস্কো সময় দুপুর ১টায় রাশিয়ার সীমান্তের দিকে দ্রুত গতিতে আসা একটি মার্কিন বিমান শনাক্ত করেছে সেনাবাহিনী। রাশিয়ার একটি সু-৩০ যুদ্ধবিমানের রাডারে মার্কিন পি-৮এ পসেইডন বিমানের উপস্থিতি টের পাওয়া যায়।

খবরে আরও বলা হয়েছে, মার্কিন বিমানটি চিহ্নিত হওয়ার পর গতিপথ পরিবর্তন করে রাশিয়ার আকাশসীমা থেকে দূরে সরে যায়।

এর আগে এ বছরে জুন মাসে বাল্টিক সাগরে একটি মার্কিন বি-৫২ বোমারু বিমানের উপস্থিতির কথা জানিয়েছিল রাশিয়া।