রাশিয়ার শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৪১

রাশিয়ার কেমেরোভো শপিংমলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৪১। রবিবার রাতের আগুনে শপিংমলটিতে নিহত হয়েছেন অন্তত ৬৪ জন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

_100580440_c21b4c57-ccd4-4d00-a8af-50edc0ca0fef

মঙ্গলবার ইন্টারফ্যাক্স নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৪১।

মস্কো থেকে প্রায় ৩,৬০০ কিলোমিটার পূর্বে কয়লা উৎপাদনকারী এলাকা কেমেরোভো অবস্থিত। রবিবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে ওই এলাকার উইন্টার চেরি কমপ্লেক্স শপিং সেন্টারটিতে আগুন লাগে। ভবনটিতে বিনোদন কেন্দ্রও ছিল। অগ্নিকাণ্ডে ভবনের উপর তলার ছাদ ধসে পড়ে দুটি প্রেক্ষাগৃহের ওপর। তখন সেখানে অনেক শিশু চলচ্চিত্র দেখছিল।

মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পুরো ঘটনাটিকে অপরাধপূর্ণ অবহেলা হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার আনা কুজনেতসভা অবহেলাকে দায়ী করে এ ধরনের বিনোদন ভবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সতর্ক সংকেত বন্ধ ছিল। এছাড়া অগ্নিকাণ্ডের সময় বের হওয়ার পথটি আটকানো ছিল।

ইন্টারফ্যাক্স আরও জানায়, স্থানীয় প্রশাসনের সদর দফতরে প্রায় ৩০০ বিক্ষোভকারী জড়ো হয়ে কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেছেন।