ভেনেজুয়েলার সেনাবাহিনীকে শক্তিশালী করবে রাশিয়া

রাজনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করবে রাশিয়া। শুক্রবার মস্কোয় সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_999e4434d6174f9c3f0327fadd2fa079

সের্গেই রিয়াবকভ জানান, চলমান চুক্তির অধীনেই ভেনেজুয়েলার সশস্ত্রবাহিনীকে শক্তিশালী করা হবে। প্রাথমিকভাবে রাশিয়া থেকে পাঠানো সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ প্রাধান্য পাবে। তিনি বলেন, আমরা অবশ্যই চলমান কাঠামোর মধ্যেই ভেনেজুয়েলার সশস্ত্রবাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নেব।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভেনেজুয়েলার বৈধ সরকারকে উৎখাত করতে মার্কিন উদ্যোগ ব্যর্থ হয়েছে।

২০১৫ সাল থেকে খাবার  ও চিকিৎসার অভাবে সৃষ্ট মানবিক সংকট থেকে বাঁচতে ৪০ লাখ ভেনেজুয়েলান দেশত্যাগে বাধ্য হয়েছে। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে অভ্যুত্থানের ডাক দেন তিনি। এতে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে কথিত ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।  

রাজনৈতিক এই সংকটে ভেনেজুয়েলার মাদুরোকে সমর্থন দিয়েছে রাশিয়া, তুরস্ক, চীন, ইরান, বলিভিয়া ও মেক্সিকো।