‘বেসামরিক বিমানকে ঢাল বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল’

সিরিয়ায় হামলা চালানোর জন্য একটি বেসামরিক যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই দাবি করেছেন। মধ্যপ্রাচ্য-বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

Igor-Konashenkov-C8z58hSWAAAUK8y

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ দাবি করেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালানোর জন্য ১৭২ জন যাত্রীবাহী রাশিয়ার একটি বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, যাতে সিরীয় সেনাবাহিনী তা প্রতিহত করতে না পারে।

মুখপাত্র বলেন, বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করা ইসরায়েলি বিমানবাহিনীর চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি হামলার সময় এয়ারবাস-৩২০ লাইনার বিমান হামলার বিপজ্জনক স্থানে অবতরণের কাছাকাছি ছিল।

কনাশেনকভ উল্লেখ করেন, দামেস্ক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দ্রুত পদক্ষেপের কারণে এয়ারবাস-৩২০ এলাকাটি এড়িয়ে যেতে পেরেছে। সিরিয়ার বিমান-প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার ফায়ারিং লাইনের মধ্যে ছিল বিমানটি।

তিনি আরও দাবি করেন, দামেস্ক বিমানবন্দরের আশপাশের পরিস্থিতি ইসরায়েলি রাডারে স্পষ্ট ধরা পড়ছিল। কিন্তু ইসরায়েল কয়েকশ নির্দোষ বেসামরিক মানুষের জীবন নিয়ে খেলা করেছে।

বেসামরিক বিমানটি রুট পরিবর্তন করার পর লাটাকিয়া শহরের রুশ বিমানঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছেন তিনি।