‘উচ্চস্বরে কথা বলাতে’ রাশিয়ায় ৫ জনকে গুলি করে হত্যা

রাশিয়ায় বাড়ির বাইরে সন্ধ্যায় ‘উচ্চস্বরে কথা বলার’ জন্য পাঁচ জনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। পুলিশ জানায়, মস্কোর ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান এলাকার ইয়েলাতমা গ্রামে এই ঘটনা ঘটেছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

russia

খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এলাকাটি লকডাউন অবস্থায় রয়েছে।

তদন্তকারীরা জানান, প্রথমে গুলিবর্ষণকারী ব্যক্তি নিজের বারান্দা থেকে উচ্চস্বরে কথা বলার জন্য অভিযোগ করে। পরে বাড়ির বাইরে দাঁড়ানো ব্যক্তিদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে শিকার করার রাইফেল দিয়ে ওই ব্যক্তি গুলিবর্ষণ শুরু করে।

গুলিবিদ্ধ চার পুরুষ ও এক নারীর মৃত্যু হয় শনিবার। পরে গুলিবর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।