আবারও নারী ট্রেন চালক নিয়োগ করছে রাশিয়া

নির্দিষ্ট কিছু চাকরিতে নারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথমবারের মতো নারী ট্রেন চালক নিয়োগ দিয়েছে মস্কোর মেট্রো বিভাগ। গত বছর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

১৯৮০ এর দশকের শুরুর দিক থেকেই নারী চালকদের নিয়োগ দেওয়া বন্ধ করে দেয় মস্কো মেট্রো। নারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত চাকরির তালিকায় ট্রেন চালানোকে যুক্ত করা হয়। তাদের সর্বশেষ যে নারী চালক ছিলেন তিনিও ২০১৪ সালে অবসরে চলে যান।

তবে গত বছর লরি চালানো, ট্রেন চালানোসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি করার জন্য নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর রবিবার (৩ জানুয়ারি) মস্কো শহরের পরিবহন বিভাগ মস্কো মেট্রোর ইলেক্ট্রিক ট্রেনের প্রথম নারী চালককে স্বাগত জানিয়েছে। এ যেন এক নতুন যুগের সূচনা। ২০২১ সালের ১ জানুয়ারি এ নেটওয়ার্কে ১২ জন নারী যোগ দিয়েছে।

রবিবার মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন ও শহরের পরিবহন বিভাগের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, এ নেটওয়ার্কে যোগ দেওয়া ২৫ জন নারীর মধ্যে ১২ জন তাদের প্রশিক্ষণ শেষ করেছেন এবং কাজ করার অনুমতি পেয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, নারী চালকরা যে পোশাক পরে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সে পোশাকই তারা পরতে পারবেন। সেটা স্কার্ট হোক কিংবা ট্রাউজার।