রাশিয়ায় ফিরলেই গ্রেফতার হচ্ছেন পুতিন সমালোচক নাভালনি

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে রাশিয়ায় ফিরলে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকাকালে একটি মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকায় তাকে গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী রবিবার তার মস্কোয় ফেরার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিমান থেকে নামার পরই তাকে আটক করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত আগস্টে বিষ প্রয়োগের ফলে নাভালনি অসুস্থ হয়ে পড়েন। কোমায় চলে গেলে দুই দিন পরে তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে পরীক্ষা করে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হলেও তা মানতে নারাজ ক্রেমলিন।

২০১৪ সালে একটি মামলায় নাভালনিকে দোষী সাব্যস্ত করেন আদালত। ওই মামলায় প্যারোলে থাকলেও চিকিৎসাধীন অবস্থায় হাজিরা দিতে ব্যর্থ হন তিনি। এবার তাকে ওই মামলায় গ্রেফতারের ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এর আগে এই সপ্তাহে অ্যালেক্সাই নাভালনি জানান, রাশিয়ায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। এক অনলাইন পোস্টে বিমানবন্দরে দেখা করতে সমর্থকদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আগামী রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে মস্কোর ভুনুকোভো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। বার্লিন থেকে পোবেদা এয়ারলাইন্সের একটি বিমানে মস্কোয় ফিরবেন তিনি।

রাশিয়ার কারা কর্মকর্তারা বলছেন, প্যারোল ভঙ্গকারী নাভালনিকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।