ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ার করলো রাশিয়া

রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হলে মস্কো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ক্রেমলিনের কঠোর সমালোচক আলেক্সাই নাভালনির গ্রেফতার ও কারাদণ্ড নিয়ে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। মস্কোর ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের সম্ভাবনা নিয়ে পশ্চিমা দুনিয়ায় আলোচনা চলছে।

ওই আলোচনার প্রেক্ষাপটে মস্কোর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘আমরা সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত আছি।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমারা নিজেদের বৈশ্বিক দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাই না, কিন্তু আমাদের তা করার জন্য প্রস্তুত থাকতে হবে। শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’