এবার এলো স্পুটনিকের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন

রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের স্পুটনিক ভি ভ্যাকসিনের এক ডোজের একটি সংস্করণ অনুমোদন করেছে দেশটির কর্মকর্তারা। বৃহস্পতিবার অনুমোদন পাওয়া এই টিকাটিকে ‘স্পুটনিক লাইট’ নামে অভিহিত করছেন তারা। রুশ কর্মকর্তারা বলছেন দুই ডোজের স্পুটনিক টিকার চেয়ে এক ডোজের টিকাটি একটু কম কার্যকর। তবে এর কার্যকারিতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মান অনুসরণ করছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকাটি বিশ্বের ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) স্পুটনিক ভি অনুমোদন দেয়নি।

স্পুটনিক ভি টিকা তৈরিতে অর্থায়ন করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। আরডিআইএফ বলছে এক ডোজের টিকাটি ৭৯.৪ শতাংশ কার্যকর। অন্যদিকে দুই ডোজের ভ্যাকসিনটির কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

স্পুটনিক ভি টিকা রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দশ লাখ স্পুটনিক ভ্যাকসিন আর্মেনিয়ায় পাঠানোর কথা বিবেচনা করছে মস্কো। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে ইতোমধ্যে গত মাসে ১৫ হাজার ডোজ পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশও এই টিকা আমদানির কথা বিবেচনা করছে।