ইরানকে গোয়েন্দা স্যাটেলাইট দেওয়ার কথা উড়িয়ে দিলেন পুতিন

ইরানকে গোয়েন্দা স্যাটেলাইট সরবরাহের কথা অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সামরিক ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন সহযোগিতার পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু গোয়েন্দা স্যাটেলাইট সরবরাহের খবরটি একেবারে ফেক নিউজ।

বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানকে একটি অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এর মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে।  

মার্কিন সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, এই পরিকল্পন্ননার আওতায় রাশিয়ায় তৈরি ক্যানোপুস-৫ নামের একটি স্যাটেলাইট কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটে সংযুক্ত থাকবে উচ্চ রেজুলেশনের ক্যামেরা।

এই খবরের বিষয়ে এনবিসি নিউজের পক্ষ থেকে জানতে চাইলে পুতিন বলেন, এটি একেবারেই ফেক নিউজ। অন্তত পক্ষে এমন কিছু সম্পর্কে আমার একেবারেই জানা নেই। যারা এটি নিয়ে কথা বলছেন তারাই হয়ত বেশি জানে।

পুতিন আরও বলেন, এটি একেবারে বাজে কথা, আবর্জনা।