আগের মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বাইডেন আলাদা: পুতিন

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর তার সম্পর্কে বিরল এক মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে অভিজ্ঞ রাষ্ট্রনায়ক বলে আখ্যায়িত করেছেন তিনি। জো বাইডেন সম্পর্কে পুতিনের মন্তব্য, তিনি ট্রাম্পের চেয়ে খুব আলাদা মানুষ। তবে বন্দুক সহিংসতা ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভার ১৮ শতকের গ্র্যান্ড ভিলায় বৈঠক শুরু করেন দুই নেতা। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, সাইবার হ্যাকিং এবং নির্বাচনে হস্তক্ষেপসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের। প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে হাজির হন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিকায়ন নিয়ে ওয়াশিংটন উদ্বেগ জানালেও তা অসার। তিনি বলেন, ওই অঞ্চলে রাশিয়া সোভিয়েত আমলের অবকাঠামোগুলো পুনর্বহাল করছে কিন্তু এক্ষেত্রে মস্কো আন্তর্জাতিক আইন পুরোপুরি অনুসরণ করতে চায়। আর্কটিক এলাকায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহযোগী হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেনকে অন্য নেতাদের চেয়ে আলাদা বলে উল্লেখ করার পর বন্দুক সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘দেশে যা কিছুই ঘটুক না কেন, একভাবে না একভাবে তার দায় নেতাদের, আমেরিকার রাস্তার দিকে তাকান, প্রতিদিনই সেখানে হত্যাকাণ্ড হচ্ছে। মুখ খোলারও সুযোগ পাওয়ার আগে গুলি করে খুন করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের মানবাধিকার চর্চা নিয়েও সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অভিযোগ করেন, ‘বিশ্বজুড়ে সিআইএ-র গোপন কারাগার রয়েছে আর সেখানে মানুষকে নির্যাতন করা হচ্ছে। এভাবে মানবাধিকারের সুরক্ষা দেওয়ার সঙ্গে কেউ কি একমত পোষণ করবে?’