আইসোলেশন কাটিয়ে শিকারে পুতিন

সফরসঙ্গী কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাজিকিস্তানে একটি নিরাপত্তা বৈঠকের পর এই আইসোলেশন শুরু হয় তার, ছিলেন লোকচক্ষুর অন্তরালে। এবার তাকে দেখা গেলো সাইবেরিয়ায় শিকার করতে।

রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন পুতিনের ২০টি ছবি প্রকাশ করেছে। এর মধ্যে অন্যতম হাঁটুজল নদীর মধ্যে পুতিনের দাঁড়িয়ে থাকার ছবি। মাথায় রয়েছে টুপি। এছাড়া তাকে দেখা গেছে মাছ ধরতে কিংবা রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে আলোচনা করতে। 

পুতিনকে প্রায়ই সানগ্লাস ঘোড়ার পিঠে বসে কিংবা রাইফেল হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। বছর তিনেক আগে শীতকালের তুষার ঘেরা কনকনে সাইবেরিয়ার হিমশীতল জলাধারে সাঁতার কাটতে দেখা গিয়েছিল তাকে। সূত্র: এনডিটিভি