রাশিয়ায় প্রথমবারের মতো করোনায় দৈনিক মৃত্যু ৯০০ ছাড়ালো

রাশিয়ায় প্রথমবারের মতো করোনায় দৈনিক মৃত্যু ৯০০ ছাড়িয়েছে। ধীর গতিতে টিকাদান এবং নতুন করে সংক্রমণ রোধে কড়াকড়ি আরোপ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

বুধবার রুশ সরকারের করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে ৯২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে দেশটিতে চতুর্থবারের মতো করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে।

এর আগের সর্বোচ্চ রেকর্ড ছিল মঙ্গলবার ৮৯৫ জনের মৃত্যু। ইউরোপের মধ্যে করোনা মহামারিতে রাশিয়ায় সর্বোচ্চ সংখ্যক দুই লাভ ১২ হাজার মানুষ মারা গেছে। তবে এটি সরকারি হিসাব মাত্র। বাস্তবে দেশটিতে কোভিডে মৃতের সংখ্যা এর চেয়ে ঢের বেশি বলে মনে করা হয়।

বুধবার দেওয়া টাস্কফোর্সের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২৫ হাজার ১৩৩ জন।

রাশিয়া সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে। মঙ্গলবার নাগাদ দেশটির ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে প্রায় ৩৩ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। পূর্ণ ডোজ টিকা নিয়েছেন ২৯ শতাংশ মানুষ।

সংক্রমণ বাড়লেও সরকারি কর্মকর্তারা লকডাউনের পক্ষে নন। তারা বলছেন, আঞ্চলিক কর্তৃপক্ষ সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার মধ্য রাশিয়ার উড়াল মাউন্টেনস জেলায় নিযুক্ত প্রেসিডেন্টের প্রতিনিধি জানিয়েছেন, অঞ্চলটিতে হাসপাতালগুলোর ৯৫ শতাংশ শয্যা কোভিড রোগী দিয়ে পূর্ণ।

রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্স বলছে, সবমিলিয়ে সারা দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৭ কোটি ৬০ লাখ এবং মোট মৃত্যু দুই লাখ ১২ হাজার। তবে দেশটির পরিসংখ্যান বিভাগ বলছে, করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। সূত্র: ভিওএ।