ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না রাশিয়া

উত্তেজনার মধ্যে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে রাশিয়া। এমন সময় এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মস্কোর পক্ষ থেকে নিরাপত্তা সংশ্লিষ্ট বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে এবং ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমাদের পক্ষ থেকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের চাপ জোরালো হচ্ছে।

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ওয়াশিংটন ও ব্রাসেলসের (ন্যাটো সদর দফতর) পক্ষ থেকে যে ইঙ্গিত দেওয়া হচ্ছে তাতে হতাশ মস্কো।

উচ্চ পর্যায়ের এই আলোচনায় কূটনীতির একটি সপ্তাহ শুরু হবে। এই সময়ে রাশিয়া ন্যাটো ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ-এর সঙ্গে বৈঠক করবে। আলোচনায় ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে না তা সম্পর্কে আশ্বস্ত করতে চায় যুক্তরাষ্ট্র।

গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। একই সঙ্গে তারা দাবি করেছে, ন্যাটো যেনও ইউরোপের পূর্ব দিকে নিজেদের কার্যক্রম বিস্তৃত না করে। এছাড়া সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করারও দাবি জানিয়েছে মস্কো।

আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। ওয়াশিংটন আলোচনায় বসতে রাজি হলেও এরই মধ্যে তারা স্পষ্ট করেছে যে, মস্কোর অনেক প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

মূলত সোমবার থেকে এই আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও রবিবার সন্ধ্যায় রিয়াবকভের সঙ্গে নৈশভোজ করবেন শেরম্যান।