ইউক্রেন নিয়ে চতুর্মুখী আলোচনার আগে রাশিয়ার সামরিক মহড়া

প্যারিসে ইউক্রেন নিয়ে চতুর্মুখী আলোচনা শুরুর আগে বুধবার সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। একই সঙ্গে বেলারুশে মোতায়েন করা যুদ্ধবিমানের সংখ্যাও বাড়িয়েছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানায়, বুধবার বেলারুশে প্যারাট্রুপার মোতায়েন করা হয়েছে। এর আগের দিন আর্টিলারি বাহিনী ও নৌসেনাদের সেখানে পাঠানো হয়। তারা আগামী মাসে মহড়ায় অংশ নেবে।

এতে আরও বলা হয়েছে, বেলারুশে এসইউ-৩৫ যুদ্ধবিমানও পাঠানো হচ্ছে মহড়ার জন্য।

ইউক্রেনের উত্তরে অবস্থিত বেলারুশে সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করার ফলে সম্ভাব্য হামলার একটি যুদ্ধক্ষেত্র তৈরি হলো।

পৃথকভাবে রাশিয়ার আর্টিলারি বাহিনী দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে গুলি ছোড়ার অনুশীলনের জন্য প্রস্তুত। বুধবার এই মহড়া অনুষ্ঠিত হবে। দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া আয়োজিত হবে। অঞ্চলটি ইউক্রেনের সীমান্তবর্তী।

ইউক্রেন-বিষয়ক দায়িত্ব রুশ কর্মকর্তা বুধবার প্যারিসে ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন। সীমান্তে সেনা মোতায়েনের রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন দখল নিয়ে উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।