আগ্রাসী শক্তিকে হারানোর ক্ষমতা রাশিয়ার রয়েছে: পুতিন

রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রই প্রধান হুমকি। তবে যে কোনও আগ্রাসী শক্তিকে পরাস্ত করার মতো সামরিক শক্তি মস্কোর রয়েছে। রবিবার রাশিয়ার নৌবাহিনী দিবসের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এদিন ৫৫ পৃষ্ঠার নতুন এক নেভাল ডকট্রিনেও স্বাক্ষর করেন পুতিন। এতে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হয়।

একইসঙ্গে এতে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষার দিকটিও স্পষ্ট করা হয়েছে। উঠে এসেছে আর্কটিক এবং কৃষ্ণ সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে রুশ প্রভাব বিস্তারের উচ্চাভিলাষের বিষয়টি।

রাশিয়ার নৌবাহিনী দিবসে জার পিটার দ্য গ্রেট প্রতিষ্ঠিত সেন্ট পিটার্সবার্গের প্রাক্তন সাম্রাজ্যের রাজধানীতে ভাষণ দেন পুতিন। এ সময় তিনি রাশিয়াকে একটি মহান সমুদ্র শক্তি হিসেবে গড়ে তোলা এবং রাশিয়ার বৈশ্বিক অবস্থান বাড়ানোর জন্য পিটারের ভূয়সী প্রশংসা করেন।

পুতিন তার বক্তৃতায় ইউক্রেন সংঘাতের কথা উল্লেখ করেননি। তবে তার নতুন সামরিক মতবাদে কৃষ্ণ ও আজভ সাগরে ‘রাশিয়ার ভূরাজনৈতিক অবস্থান ব্যাপক শক্তিশালী’ করার কথা বলা হয়েছে।