প্রতিরক্ষামন্ত্রীকে তলব করতে পারে রুশ পার্লামেন্ট

সম্প্রতি ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর বিপর্যয়ের কারণ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে জিজ্ঞাসাবাদে তলব করার কথা ভাবছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ (দুমা)। বৃহস্পতিবার কমার্স্যান্ট সংবাদপত্রের বরাতে জ্যেষ্ঠ রুশ আইনপ্রণেতা সের্গেই মিরোনভ এমনটাই জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শোইগুকে পার্লামেন্ট সদস্যদের অভ্যন্তরণী রুদ্ধদ্বার বৈঠকে তলবের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে রুশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। রুশ আইন প্রণেতা মিরোনভ গত বুধবার টু্ইট বার্তায় বলেছিলেন, আগামী সোমবার বৈঠকটি হতে পারে।

ইউক্রেন ভূখণ্ডে যুদ্ধের ময়দানে সম্প্রতি নাজুক পরিস্থিতি পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। দখলে নেওয়া বেশ কিছু জায়গার নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপক চাপে রয়েছে। মূলত ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের মুখে পিছু হটছে রাশিয়া।

বজ্রপাতের গতিতে ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিশাল অংশ নিয়ন্ত্রণের হারানোর পর চলতি সপ্তাহে খোলাখুলিভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রাশিয়া সশস্ত্র বাহিনী। 

যুদ্ধে থাকা রুশ বাহিনীর দুর্দশার নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন শোনা যায়।