মার্কিন ড্রোন হামলায় নিহত ব্রিটিশ জিহাদি: প্রশ্নবিদ্ধ যুক্তরাজ্যের ‘হত্যা তালিকা’

সিরিয়ার রাক্কার নিকটে জুলাই মাসে মার্কিন ড্রোন হামলায় ব্রিটিশ জিহাদি আবু রাহিন আজিজকে হত্যা করা হয় জুলাই মাসে। আজিজ নিহতের ঘটনায় যুক্তরাজ্য সরকারের ‘হত্যা তালিকা’ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্য সরকারের যেসব সন্ত্রাসী ও জঙ্গিকে হত্যা তালিকায় তাদের অনেকেই হয়ত মার্কিন ড্রোন হামলায় নিহত হয়ে থাকতে পারে।

চলতি গ্রীষ্মের শুরুতে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসীদের একটি ‘হত্যা তালিকা’ অনুমোদন করে। এ তালিকায় নাম রয়েছে ব্রিটিশ জিহাদি আবু রাহিন আজিজের। ৪ জুলাই সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে। ফলে যুক্তরাজ্য যাদেরকে হত্যা তালিকায় রেখেছে তাদের অনেকেই ইতোমধ্যে মার্কিন সেনাবাহিনীর হামলায় মারা গিয়ে থাকতে পারেন অথবা মার্কিন সরকারের তালিকাতেও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ায় গত কয়েক সপ্তাহে আজিজের মতো আরও কয়েকজন ব্রিটিশ জিহাদি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের লুটনে বসবাসকারী আজিজ ৪ জুলাই ড্রোন হামলায় নিহত হন। এক ফুটবল সমর্থক হত্যাচেষ্টার মামলায় জামিনে থাকা অবস্থায় আজিজ পালিয়ে সিরিয়া গিয়ে ইসলামিক স্টেট (আইএস)-এ যোগদান করে।

সোমবার ডেভিড ক্যামেরন ঘোষণা দেন আরএএফ ড্রোন হামলায় রিয়াদ খান ও রুহুল আমিন নিহত হয়েছে। সংসদকে এ বিষয়ে অবহিত করেন তিনি কারণ এ ড্রোন হামলা এমন একটি দেশে পরিচালিত হয়েছে যেখানে হামলার অনুমতি সংসদ দেয়নি। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/