ট্রাম্পের পর এরদোয়ানের সঙ্গে বৈঠকে থেরেসা মে

থেরেসা মে ও রজব তাইয়্যেব এরদোয়ানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠক করছেন। শনিবার তিনি যুক্তরাষ্ট্র থেকে আঙ্কারায় পৌঁছান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার আগে তুরস্কের সঙ্গে একটি নতুন বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ও দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এরদোয়ানের সঙ্গে এ বৈঠক করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তুরস্ক এলেন মে। তুরস্কের রাজধানীতে একদিনের এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান ও প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করছেন।

তুরস্ক ১৯৬০ এর দশক থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাইছে। এ ব্যাপারে ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটেনকে দেশটির সবচেয়ে বড় সমর্থক হিসেবে ধরা হয়। সূত্র: বিবিসি।

/এএ/