ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিলে বিতর্কে অংশ নেবেন ব্রিটিশ এমপিরা

2014-10-21T133208Z_01_TOB519_RTRIDSP_3_BRITAIN-SINGAPORE-VISITসদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিলে বিতর্কে অংশ নেবেন ব্রিটিশ এমপিরা। সোমবার দেশটির সংসদের ওয়েস্টমিনিস্টার হল-এ বিতর্কটি অনুষ্ঠিত হবে। ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিলে প্রায় ২০ লাখ মানুষের আবেদনের প্রেক্ষিতে এ বিতর্ক অনুষ্ঠিত হবে।

ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। ওই সময় ট্রাম্প বিতর্কিত এক নির্বাহী আদেশে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। এরপরই যুক্তরাজ্যজুড়ে ট্রাম্পের সফর বাতিলের দাবি ওঠে। বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনও এ দাবি জানিয়েছেন। সর্বশেষ লন্ডনের মেয়র সাদিক খানও ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিলকে সমর্থন করেছেন।

যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাজ্যের মানুষদের মধ্যে বিভক্তি স্পষ্ট। ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিলে ২০ লাখ আবেদন পড়লেও বিপরীতে সফরের পক্ষেও ৩ লাখ মানুষ স্বাক্ষর করেছেন। ফলে সফরের পক্ষেও বিতর্কে অংশ নেবেন ব্রিটিশ এমপিরা।

সর্বশেষ পরিচালিত একটি জনমত জরিপের ফল অনুসারে, ট্রাম্পের যুক্তরাজ্য সফর সমর্থনকারী ব্রিটিশদের সংখ্যাই বেশি। জরিপে অংশ নেওয়া ব্রিটিশদের মধ্যে ৫৩ শতাংশ সফরের পক্ষে আর বিপক্ষে মত দিয়েছেন ৪২ শতাংশ ব্রিটিশ। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

/এএ/