হামলাকারী ছিল একজন: স্কটল্যান্ড ইয়ার্ড

694940094001_5368672749001_5368672776001-vsব্রিটিশ পার্লামেন্টের বাইরে পুলিশের ওপর ছুরি হাতে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়িয়ে তুলে দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে এক ব্যক্তিই। স্কটল্যান্ড ইয়ার্ডের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মার্ক রাউলি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের বাইরে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় ৪ জন নিহত হয়েছেন। পার্লামেন্টের বাইরে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। হামলার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। হামলায় ছুরিকাঘাতে আহত এক পুলিশেরও মৃত্যু হয়েছে। এর আগেই পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়। এতে দুই পথচারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মার্ক রাউলি জানান, হামলাকারী একজনই ছিল। আহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছে। তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে পার্লামেন্টের নিরাপত্তায় নিয়োজিত থাকা এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।

মার্ক রাউলি আরও বলেন, এ পর্যায়ে আমরা সন্তুষ্ট। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, হামলাকারী একজনই ছিল। তবে এ বিষয়ে অতি আত্মবিশ্বাসী হওয়া বোকামি হবে।

পূর্ণ সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনার পর হামলাকারীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। একাধিক প্রত্যক্ষদর্শী হামলাকারী দুজন বলে জানান। আবার কেউ কেউ হামলাকারী একজন বলেও দাবি করেছিলেন।

পুলিশ জানিয়েছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ফলে ২০ জনেরও বেশি আহত হয়েছেন। রাউলি জানান, এরপর হামলাকারী গাড়ি নিয়ে সংসদের কাছে ধাক্কা খায়। তখন গাড়ি থেকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায় এবং পার্লামেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। সূত্র: ফক্স নিউজ।

/এএ/