গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে জীবিত ব্যক্তিকে ‘সায়নাইড’ বিষক্রিয়ার চিকিৎসা

_96903437_grenfellletterলন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবিতদের মধ্যে অন্তত এক ব্যক্তিকে সায়নাইড বিষক্রিয়ার চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে এ তথ্য জানা গেছে।

এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে জীবিত ব্যক্তি সায়নাইড বিষক্রিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু তা নিশ্চিত হওয়া যায়নি। এই প্রথম হাসপাতালের নথিতে তা স্বীকার করা হয়েছিল।

হাসপাতালে দেওয়া ছাড়পত্র অনুসারে, ১২ বছরে লুয়ানা গোমেজকে তীব্র বিষাক্ত গ্যাসের প্রভাবের চিকিৎসা দেওয়া হচ্ছিল। অগ্নিকাণ্ডে সময় ইনসুলেশন বা প্লাস্টিক পুড়ে যাওয়ার নির্গত ধোঁয়া থেকে হয়ত লুয়ানা এসব গ্যাসে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা লুয়ানা মা ও বোনকে সায়নাইড বিষক্রিয়ার চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় লুয়ানার মা মিসেস গোমেজ সাত মাসের গর্ভবতী ছিলেন। তার গর্ভে থাকা শিশুটিরও মৃত্যু হয় আগুনে।

অগ্নিকাণ্ডের পর তাদের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে মিসেস গোমেজ ৪দিন, লুয়ানা ৬দিন এবং লুয়ানার বোন এক সপ্তাহ কোমায় ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন লন্ডনের ২৪ তলা বিশিষ্ট গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ৮০ জনের মৃত্যু হয়। সূত্র: বিবিসি।
/এএ/