যুক্তরাজ্যের এসেক্সে লরিতে ৩৯ অভিবাসীর মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার হত্যাকাণ্ড ও মানবপাচারে জড়িত থাকার সন্দেহে স্টেনস্টেড বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই অভিযোগে ওয়ারিংটন থেকে আরও দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পরই লরি চালককে বুধবার থেকে আটক রাখা হয়েছে। মরদেহগুলো শনাক্ত ও লরি থেকে সরানোর প্রক্রিয়া চলাকালেই এই আটক ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার যুক্তরাজ্যের এসেক্সে একটি লরি থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী। এ ঘটনায় উত্তর আয়ারল্যান্ড থেকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে ২৫ বছরের লরি চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ট্রাকটি বেলজিয়াম-বুলগেরিয়া থেকে ১৯ অক্টোবর যুক্তরাজ্যের ওয়েলসের হলিহেড এলাকায় প্রবেশ করে। বৃহস্পতিবার এসেক্স পুলিশ জানিয়েছে, ৩৯টি মরদেহই চীনা নাগরিকদের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ওয়ারিংটন থেকে গ্রেফতারকৃত দম্পতির বাসায় পুলিশ কর্মকর্তাদের দেখা গেছে। উভয়ের বয়সই ৩৮ বছর। স্টেনস্টেড বিমানবন্দর থেকে আটক হওয়া ব্যক্তির বয়স ৪৮ বছর এবং তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা। এছাড়া লরি চালককে জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত সময় দিয়েছে আদালত।
এসেক্স পুলিশ এর আগে মরদেহগুলো চীনের নাগরিক বলে জানানো হলেও এখন ধারণা করা হচ্ছে কয়েকটি মরদেহ ভিয়েতনামের নাগরিকের হতে পারে।
যুক্তরাজ্যে ভিয়েতনামি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যান্ড ভিয়েতহোম বিবিসিকে জানিয়েছে, লরিটি উদ্ধার হওয়ার পর তারা অন্তত ২০ জন নিখোঁজ মানুষের ছবি পেয়েছেন। বুধবার থেকেই তাদের কাছে নিখোঁজ সংবাদ আসতে শুরু করে। সম্ভাব্য নিখোঁজ ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৪৫ বছর।